Wellcome to National Portal
Main Comtent Skiped

মহাব্যবস্থাপক-২ (উত্তরাঞ্চল) বিটিসিএল,রংপুর কার্যালয়ের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম


Our achivements

আমাদের অর্জন সমূহ :

  • বর্তমানে দেশে কোন এনালগ এক্সচেঞ্জ নেই। সকল এক্সচেঞ্জ ডিজিটালে রুপান্তর করা হয়েছে।
  • বর্তমানে সরাদেশে প্রায় ২১,৫০০ কিঃমিঃ অপটিক্যাল ফাইবার অবকাঠামো রয়েছে।
  • বর্তমানে দেশের সব জেলা, উপজেলা এবং বেশ কিছু ইউনিয়ন পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট সেবা সর্বত্র একই মূল্যে দেওয়া হচ্ছে।
  • বর্তমানে ১২১২ টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ প্রদান করা হয়েছে। আরো ২,৬০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার স্থাপন কাজ চলছে।
  • ইতোমধ্যে ঢাকা ও চট্রগ্রামে IP based আধুনিক এক্সচেঞ্জ চালু করা হয়েছে যা পর্যায়ক্রমে সরা দেশে বিস্তৃত হচ্ছে।
  • পার্বত্য এলাকার সব উপজেলায় ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছে।
  • বর্তমানে ঢাকা-কুয়াকাটা উচ্চ ক্ষমতা সম্পন্ন লিংকের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযোগ প্রদান করা হয়েছে।
  • ঢাকা কক্সবাজার ব্যান্ড উইডথ পরিবহন ক্ষমতা ৬ গুন বৃদ্ধি করে 240 Gbps করা হয়েছে।
  • বর্তমানে দেশের প্রায় সকল উপজেলা উচ্চক্ষমতার অপটিক্যাল ফাইবার দ্বারা জেলা পর্যায়ের সঙ্গে যুক্ত।
  • বর্তমানে গ্রাহক টেলিসেবা অ্যাপস এর মাধ্যমে টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত যাবতীয় অভিযোগ প্রদান ও কাঙ্খিত ফলাফল দেখতে পারছেন।
  • বর্তমানে বিটিসিএল-বিটিসিএল ১৫০ টাকায় সারা মাস, বিটিসিএল-অন্যান্য অপারেটরে ৫২ পয়সা/মিনিট কথা বলার সুযোগ।
  • বর্তমানে ব্যান্ড উইডথ চার্জ প্রতি Mbps এ প্রতি মাসে সর্বোচ্চ ৩৭৫.০০ টাকা এবং সর্বনিম্ন ১৮০.০০ টাকা।
  • বর্তমানে “.বাংলা” চালু করার মাধ্যমে ইন্টারনেট পরিমন্ডলে বাংলা ভাষায় ওয়েবসাইটের এড্রেস দেওয়ার সূচনা হয়।
  • বর্তমানে “.bd” ও “.বাংলা” রেজিষ্ট্রেশন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী অনলাইনে তাৎক্ষণিক ভাবে সম্পন্ন করা যাচ্ছে।
  • বর্তমানে লেজার ম্যানেজমেন্ট অটোমেশন করা হয়েছে। ফলে গ্রাহক নিজেই টেলিফোন ইন্টারনেট ব্যবহার করে তাৎক্ষনিকভাবে বিল প্রিন্ট নিতে পারছেন।
  • বর্তমানে দেশের যে কোন স্থানের সঙ্গে ভিডিও কনফারেন্স করা সম্ভব হচ্ছে।
  • বর্তমানে দেশের স্কুল/ কলেজ, ট্রেনিং প্রতিষ্ঠান সমূহতে ফ্রি Wi-Fi জোন তৈরীর প্রকল্প চালু হয়েছে।