ডাক ও টেলিগ্রাফ বিভাগের অধীনে টেলিগ্রাফ শাখাটি ১৮৫৩ সালে তৎকালীন ব্রিটিশ ভারতে তৈরি করা হয়েছিল এবং এরপরে টেলিগ্রাফ আইন-১৮৮৫ এর অধীনে নিয়ন্ত্রিত হয়। টেলিগ্রাফ শাখাটি ১৯৬২২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান টেলিগ্রাফ এবং টেলিফোন বিভাগ হিসাবে পুনর্গঠন করা হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রকের অধীনে বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বিভাগ স্থাপন করা হয়েছিল। এটি টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ড অধ্যাদেশ, ১৯৯৫ জারি করে 'টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ড' নামে একটি কর্পোরেট সংস্থায় রূপান্তরিত হয়েছিল। ১৯৭৯ সালের একটি অধ্যাদেশের অনুসরণে টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ডকে 'বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ড (বিটিটিবি)' এ রূপান্তরিত করা হয়েছিল। ২০০৮ সালের ১ লা জুলাই থেকে টেলিযোগাযোগ নীতি, ১৯৯৯ অনুসারে বিটিটিবিকে আর একটি অধ্যাদেশের মাধ্যমে পাবলিক লিমিটেড সংস্থা - ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)’ এ রূপান্তরিত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস